হুগলি, ৯ জুলাই : হুগলি স্টেশনে রেল অবরোধ করলেন বনধ সমর্থকরা। বুধবার সকালে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন হুগলি স্টেশনে আটকে দেন বনধ সমর্থকেরা। ঝান্ডা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। কিছু ক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। বনধ সমর্থকরা হুগলি স্টেশনে ঝান্ডা হাতে রেললাইনের উপর দাঁড়িয়ে হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন। ধর্মঘটী এবং যাত্রীদের মধ্যে সংক্ষিপ্ত বাদানুবাদ শুরু হয়। রেল পুলিশ হস্তক্ষেপ করে, বিক্ষোভকারী এবং যাত্রীদের সরিয়ে দেয় এবং স্বাভাবিক ট্রেন চলাচল পুনরুদ্ধার করে। বিক্ষোভকারীরা বৈদ্যবাটি এবং শেওড়াফুলি স্টেশনের মধ্যেও রেল অবরোধ করে, পতাকা এবং ব্যানার প্রদর্শন করে। চলমান বিক্ষোভের অংশ হিসেবে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির অবনতি রোধে কর্তৃপক্ষ নজরদারি করছে।
হুগলির জুটমিলগুলির ছবি অন্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল গেটে শ্রমিকেরা সকাল থেকে পিকেটিং শুরু করেন। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে ধর্মঘটে যোগ দিয়েছেন শ্রমিকেরা। জেলার অন্য জুটমিলগুলিতে হাজিরা কম শ্রমিকদের। উল্লেখ্য, বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটের মূল কারণ হল, শ্রমিক সংগঠনগুলির নতুন শ্রম কোড বাতিলের দাবি, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতনের মতো বিষয়গুলি।