Country

13 hours ago

Kashmir Marathon 2025: শ্রীনগরে কাশ্মীর ম্যারাথনের আয়োজন, উৎসাহের সঙ্গে শামিল অংশগ্রহণকারীরা

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah runs a marathon
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah runs a marathon

 

শ্রীনগর, ২ নভেম্বর : শ্রীনগরে রবিবার আয়োজিত হল কাশ্মীর ম্যারাথন। উৎসাহের সঙ্গে এই ম্যারাথনে শামিল হলেন অংশগ্রহণকারীরা। এদিন সকালে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বলিউড অভিনেতা সুনীল শেঠি কাশ্মীর ম্যারাথনের সূচনা করেন। ম্যারাথনে একাধিক বিভাগ রয়েছে, যার মধ্যে রয়েছে পূর্ণ ম্যারাথন (৪২ কিমি), অর্ধ ম্যারাথন (২১ কিমি), এবং অপেশাদার এবং স্থানীয় অংশগ্রহণকারীদের জন্য ছোট দৌড়। ২৭টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১১টি দেশের অংশগ্রহণকারীরা কাশ্মীর ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।

অভিনেতা সুনীল শেঠি বলেন, "মানুষ কাশ্মীর এবং ভারতের জন্য দৌড়াচ্ছে। এটা সুন্দর। সব বয়সের মানুষের মধ্যে উন্মাদনা দেখে অবাক লাগছে। আমি এখানে আসতে পেরে খুব খুশি এবং আমি প্রতি বছর এখানে আসার চেষ্টা করব এবং মানুষকে বিপুল সংখ্যক দৌড়ে অংশগ্রহণ করতে উৎসাহিত করব।"

You might also like!