Country

6 hours ago

Bomb Alert Issued: বম্বে স্টক এক্সচেঞ্জে বোমাতঙ্ক

Bombay Stock Exchange bomb scare
Bombay Stock Exchange bomb scare

 

মুম্বই, ১৫ জুলাই : মুম্বইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত ‘বম্বে স্টক এক্সচেঞ্জ’ ভবনে বোমা রাখা আছে, মঙ্গলবার সকালে একটি ইমেলের মাধ্যমে বোমা রাখার কথা জানানো হয়। জানা গেছে, ইমেলটি ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামধারী একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। তাতে দাবি করা হয়, স্টক এক্সচেঞ্জের ভবনে আরডিএক্স দিয়ে তৈরি আইইডি রাখা হয়েছে। সেটি এদিন বিকেল ৩টায় বিস্ফোরণ হবে। এই বোমা হুমকির পরেই পুলিশ এবং বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। জানা যাচ্ছে, তল্লাশিতে এখনও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।


You might also like!