দক্ষিণ দিনাজপুর, ৯ জুলাই : বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই কর্মসূচি করছে বাম কর্মী-সমর্থকরা। তবে বুনিয়াদপুরের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
এদিন বুনিয়াদপুরে বংশীহারি থানার সামনে পিকেটিংয়ে বসেন সিপিএম কর্মীরা। সেই অবস্থান ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এর মধ্যেই এক সিপিএম নেতাকে সপাটে চড় মারে পুলিশ। অভিযোগ, থানার আইসি অসীম গোপ ও সিপিএমের এরিয়া কমিটির সদস্য মাজেদুর রহমানের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তার জেরেই মাজেদুরকে প্রকাশ্যে থাপ্পড় মারেন আইসি। মুহূর্তে বিক্ষোভ আরও বেড়ে যায়। তারপর তাঁকে আটক করা হয়। বাম নেতাকে চড় মারার অভিযোগে বংশীহারি থানার আইসি-র বিরুদ্ধে ধ্বণি দেয় সিপিএম সমর্থকরা। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।