Game

3 hours ago

Mbappé wins Golden Boot: ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপে

Kylian Mbappé Wins 2024–25 European Golden Boot
Kylian Mbappé Wins 2024–25 European Golden Boot

 

সান্তিয়াগো, ১ নভেম্বর  : কেরিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দিয়ে থাকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। ২০২৪-২৫ মরসুমের জন্য পুরস্কারটি পেলেন এমবাপে। রিয়ালের হয়ে অভিষেক মরসুমে লা লিগায় ৩১ গোল করেন তিনি। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হয় বিজয়ী। এমবাপে পান ৬২ পয়েন্ট। ৫৮.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন গত মরসুমে স্পোর্তিং সিপির হয়ে খেলা ভিক্তর ইয়োকেরেস, লিভারপুলের মোহামেদ সালাহ ৫৮ পয়েন্ট পেয়ে হন তৃতীয়।

সান্তিয়াগো বের্নাবেউয়ের প্রেসিডেন্সিয়াল বক্সে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এমবাপের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। সেখানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, কোচ শাবি আলোন্সোসহ দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন। গতবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন, তার আগের মরসুমে আর্লিং হলান্ড। এই দুজনের আগে টানা দুই মরসুমে জেতেন রবের্ত লেভানদোভস্কি। রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন এমবাপে। সবশেষ ২০১৪-১৫ মরসুমে জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডে। পর্তুগিজ মহাতারকা মোট চারবার পেয়েছেন এই স্বীকৃতি। রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সিলোনা কিংবদন্তি লিওনেল মেসি।

You might also like!