Entertainment

5 hours ago

Metro... In Dino 2025: 'মেট্রো... ইন দিনো ',মঙ্গলে কমলো টিকিটের দাম

Metro... In Dino 2025
Metro... In Dino 2025

 

মুম্বই, ১৫ জুলাই  : দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে সারা আলি খান এবং আদিত্য রায় কাপুরের মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ছবি 'মেট্রো... ইন দিনো'–তে বিশেষ অফার। মঙ্গলবার টি-সিরিজ সামাজিক মাধ্যমে 'মেট্রো...ইন দিনো'-এর নতুন পোস্টার শেয়ার করে একটি বিশেষ অফার ঘোষণা করেছে। 'মেট্রো... ইন দিনো ' এখন মাত্র ৯৯ টাকায় বড় পর্দায় দেখা যাবে। তবে এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্য। পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, "ব্লকবাস্টার অভিজ্ঞতা, সাশ্রয়ী মূল্য, এখন মাত্র ৯৯ টাকায় 'মেট্রো... ইন দিনো !" এই বিশেষ অফারটি শুধুমাত্র ১৫ জুলাইয়ের জন্য প্রযোজ্য। অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, কঙ্কনা সেন শর্মা, নীনা গুপ্তা এবং আলি ফজলের মতো অভিনেতারা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এখনও পর্যন্ত 'মেট্রো... ইন দিনো ' ভারতে বক্স অফিসে ৩৯.৬৫ কোটি টাকা আয় করেছে।

You might also like!