Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Technology

6 hours ago

Tech Leak: লঞ্চের আগেই ফাঁস হল Realme 15 Pro-এর লুক, দেখে নিন নতুন রেন্ডার ছবি!

Realme 15 Pro leak
Realme 15 Pro leak

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Realme 15 সিরিজ, আর তার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সংস্থা।এই সিরিজের অধীনে রয়েছে Realme 15 5G এবং Realme 15 Pro 5G ফোনগুলি । Pro মডেল গুলিতে এমন কিছু প্রিমিয়াম ফিচার দেখা যাবে, যা কিনা সাধারণত Pro+ ভেরিয়েন্টে পাওয়া যায়। এবং অন্যদিকে অফিসিয়ালি লঞ্চের আগেই ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে এক্সক্লুসিভ Realme 15 Pro ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে।

প্রকাশ্যে আসা রেন্ডারের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। এর মাধ্যমে ক্যামেরা ডেকো এবং ফ্রন্ট প্যানেল স্পষ্ট দেখানো হয়েছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 15 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

রেন্ডার ইমেজের মাধ্যমে Realme 15 Pro ফোনের সেলফি ক্যামেরার জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট দেখা গেছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে এবং অত্যন্ত পাতলা বেজাল রয়েছে, ফলে প্রিমিয়াম লুক পাওয়া যায়। ফোনের ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ইমেজে পাওয়ার বাটন ফ্রেমের বাইরে বেরানো দেখা যাচ্ছে, এর ফলে মনে করা হচ্ছে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। তাই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, একইরকম আগের মডেলেও ছিল।প্রকাশ্যে আসা ছবির মাধ্যমে ব্যাক প্যানেলে অনেক কিছু দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে বড় সার্কুলার মডিউল রয়েছে, এতে প্রাইমারি ও সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ঠিক পাঁশেই গোল আকারের রিং রয়েছে, এতে LED ফ্ল্যাশ থাকবে। ব্যাক প্যানেলে ’50MP’ লেখা রয়েছে, যার ফলে ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে স্পষ্ট বোঝা যাচ্ছে। ফোনটি সিলভার কালারের ব্যাক প্যানেল সহ দেখা গেছে, আমাদ এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী এটি Flowing Silver হতে পারে। এছাড়া ফোনটি Velvet Green এবং Silk Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

আপকামিং ফোনের ব্যাক প্যানেল কিছুটা ট্রান্সপ্যারেন্ট দেখাচ্ছে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানা যায়নি। ক্যামেরা মডিউলের ঠিক নিচে ভার্টিক্যাল লাইন দেখা গেছে, এখানে ফোনের মধ্যে ব্যাটারি প্যাক রয়েছে।


You might also like!