Country

7 hours ago

Bomb scare: দিল্লির স্কুল ও কলেজে বোমার হুমকি, তল্লাশিতে মিলল না কিছুই

St Stephen's College, Dwarka school receive bomb threats
St Stephen's College, Dwarka school receive bomb threats

 

নয়াদিল্লি, ১৫ জুলাই : দিল্লির স্কুলে ফের বোমার হুমকি, ইমেলের মাধ্যমে হুমকি পেয়েছে দিল্লির একটি কলেজও। যদিও তল্লাশিতে কিছুই পায়নি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির দ্বারকা এলাকার সেন্ট থমাস স্কুল এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজে বোমার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড, দিল্লি ফায়ার ব্রিগেড দল এবং স্পেশাল স্টাফ দল ঘটনাস্থলে রয়েছে। সেন্ট থমাস স্কুল এবং সেন্ট স্টিফেনস কলেজ খালি করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও জায়গাতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হুমকিটি ইমেলে দেওয়া হয়েছে।

You might also like!