হায়দরাবাদ, ১৩ জুলাই : প্রয়াত হয়েছেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর, বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার ভোররাতে হায়দরাবাদের ফিল্মনগরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও।
কোটা শ্রীনিবাস রাওয়ের ক্যারিয়ার
১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাডুতে জন্মগ্রহণ করেন কোটা শ্রীনিবাস রাও। ১৯৭৮ সালের প্রণাম খারিধু চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে নিজের বর্ণাঢ্য যাত্রা শুরু করেছিলেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি তেলেগু চলচ্চিত্রে নিজের জন্য একটি অনন্য স্থান তৈরি করেছিলেন, ৭৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। রাও নিজের স্বতন্ত্র অভিনয়ের মাধ্যমে নেতিবাচক ভূমিকাগুলিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। চলচ্চিত্রে আসার আগে, তিনি একজন প্রশংসিত থিয়েটার শিল্পী ছিলেন, যিনি তাঁর কণ্ঠ এবং অভিব্যক্তিপূর্ণ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
কোটা শ্রীনিবাস রাও-এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "বিভিন্ন চরিত্রে অভিনয় করে সিনেমা দর্শকদের মন জয় করা প্রখ্যাত অভিনেতা কোটা শ্রীনিবাস রাওয়ের মৃত্যু গভীরভাবে শোকাহত। প্রায় চার দশক ধরে সিনেমা ও থিয়েটারের ক্ষেত্রে তাঁর শৈল্পিক অবদান এবং তিনি যে ভূমিকায় অভিনয় করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে।"