Festival and celebrations

11 hours ago

2025 Durga Puja Style Alert:"পুজোয় সোনা-রুপো নয়, আধুনিক গয়নায় নিন স্টাইলিশ লুক!"

Ditch Gold, Go Trendy for Puja Look
Ditch Gold, Go Trendy for Puja Look

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : "পুজোর ব্যস্ততার মাঝে সোনার গয়না পরা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। কখন কী ঘটে বলা মুশকিল। আর তাছাড়া, সময়ের সাথে বদলেছে ট্রেন্ডও। তাই এখন আর সোনার গয়না পরতে খুব একটা আগ্রহী নন আধুনিক তরুণীরা।"

"জিন্স-টপের সঙ্গে সোনার হার বা বালা মানানসই নয়, তাই আধুনিক ফ্যাশনে বেশিরভাগ বঙ্গ তনয়ারা সোনার গয়না নয়, বরং নতুন ধরনের গয়নাতেই আগ্রহী। এই পুজোতে যদি সাধারণ সাজেও হয়ে উঠতে চান অনন্যা, তবে মা-পিসিমাদের ঐতিহ্যবাহী গয়না রেখে, আধুনিক গয়নার ছোঁয়া আনতেই হবে। তাহলে এই পুজোয় কোন গয়না পরলে আপনিও হয়ে উঠবেন মোহময়ী? রইল কিছু টিপস আপনার জন্য!"

ট্রাইবাল জুয়েলারি – এক রঙের শাড়ি বা কুর্তি পছন্দ করলে সঙ্গে পরতে পারেন ট্রাইবাল জুয়েলারি। রংবেরঙের পুঁতি, কয়েন বা নুড়ি পাথর দিয়ে তৈরি ট্রাইবাল জুয়েলারি কিন্তু বেশ মানাবে। কেবল শাড়ি নয়, এক কাটের পোশাক হোক বা লং স্কার্ট, সব কিছুর সঙ্গেই এই গয়না পরলে আপনার সাজ অনন্য হতে বাধ্য।

জার্মান সিলভার – সাজে বৈচিত্র আনতে চাইলে জার্মান সিলভারের গয়নার উপরে ভরসা রাখুন। হাতের বালা থেকে, নাকের নলক কিংবা ছোট কানের দুল থেকে ভারী গলার হার, পাবেন সব কিছুই। আধুনিক এই গয়নায় আপনার পুজোর লুকে আসবে নতুনত্বের ছোঁয়া। এই পুজোতে একটু অন্য রকম সাজতে চাইলে পরে দেখুন এই ধরনের গয়না।

অক্সিডাইজড জুয়েলারি – জামাকাপর কিনেই পুজোর বাজেট শেষ? পকেটে টান পড়বে না এমন গয়নার খোঁজ চাইলে এই ধরনের গয়নাই সেরা। বাজারে এই ধরনের গয়নার দেখা খুব সহজেই পেয়ে যাবেন। এখন অনেকেই সোনা রূপো থেকে বেরিয়ে এসে বেছে নেন অক্সিডাইজড জুয়েলারি। শাড়ি, চুড়িদার সব ধরনের পোশাকের সঙ্গেই এই গয়না বেশ মানানসই।

কাপড়ের তৈরি গয়না – হাতে তৈরি গয়নাও কিন্তু বাজিমাত করতেই পারে আপনার পুজোর কেতায়। সুতি, কলমকারী ছাপা, চট বা গামছা হরেক রকমের ও নানা রঙের কাপড় দিয়েই তৈরি করা হয় এই গয়না। যাঁরা সব সময়ই নিজের সাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ভালবাসেন, তাঁরা চোখ বুজে বেছে নিতে পারেন এই গয়না।

পুজোর সময় সব কিছুতেই কিছুটা আলাদা হওয়া চাই, তাই সাজগোজেও পরিবর্তন আনতে হবে। সোনা-রুপোর ঐতিহ্যিক গয়নাগুলো তো বরাবরই থাকবে, কিন্তু আজকের প্রজন্মের আধুনিক গয়নাগুলোর মধ্যে রয়েছে এমন সব ডিজাইন যা একদিকে যেমন ফ্যাশনেবল, তেমনি আরামদায়কও। জিন্স-টপ, বা শাড়ির সঙ্গে আধুনিক গয়নার মিশেলে এই পুজোয় আপনি হয়ে উঠতে পারেন সবার নজরকাড়া। তাই এবার পুজোয় সোনার গয়না নয়, আধুনিক গয়নায় সাজুন, আর হয়ে উঠুন মোহময়ী।

এভাবেই, সঠিক গয়না নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করতে পারবেন, এবং আধুনিকতার ছোঁয়া পেতে পারেন এই পুজোয়।


You might also like!