মালদা, ১৭ জুলাই : টানা বৃষ্টিতে জলমগ্ন মালদা শহর । বৃষ্টির কারণে ইংরেজবাজার পুরসভা এলাকার অনেক জায়গায় জল জমতে দেখা গিয়েছে। এতে কেবল স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত হয়নি, পুরসভার নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা সামনে এসেছে। বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় হাঁটু সমান জল জমেছে। মালদা মেডিকেল কলেজের কিছু অংশেও জল জমেছে। ক্ষুব্ধ নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় তাদের নিজ নিজ এলাকার ছবি শেয়ার করে পুরসভার তীব্র সমালোচনা করেছেন।
এই বিষয়ে বিরোধীরা সরাসরি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং পুর প্রশাসনকে আক্রমণ করেছেন। বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, "গত কয়েক বছরে পুরসভা তিন কোটি টাকারও বেশি খরচ করেছে, কিন্তু এর কোনও ফল দেখা যায়নি। নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে করা সমস্ত দাবি ব্যর্থ হয়েছে। চেয়ারম্যান কেবল অজুহাত দেখানোর ক্ষেত্রে বিশেষজ্ঞ। জনসাধারণের দুর্ভোগের পুরো দায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। আসন্ন বিধানসভা নির্বাচনে নাগরিকরা এই ব্যর্থতার জবাব দেবেন।"
এই অভিযোগের প্রতিক্রিয়ায় পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় জল জমেছিল, কিন্তু রাতের মধ্যেই প্রায় সমস্ত এলাকা থেকে জল বেরিয়ে গিয়েছিল। ৫৮ লক্ষ টাকা ব্যয়ে আমরা যে ড্রেনগুলি তৈরি করেছি তা উপকারি প্রমাণিত হয়েছে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হত। বিরোধীরা কেবল সমালোচনার খাতিরে সমালোচনা করছে। যদিও আমরা রাজ্য সরকারের কাছে অতিরিক্ত সহায়তা দাবি করেছি।" আবহাওয়া দফতরের কর্মকর্তা তপন কুমার দাস জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮:৩০ টা থেকে বুধবার বিকেল ৫:৩০ টা পর্যন্ত মালদায় ৮৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।