দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : রাখীবন্ধন মানেই ভাই-বোনের অটুট বন্ধনের উদযাপন। ভাই-বোনের ভালোবাসায় ভরপুর পবিত্র এই উৎসবটি আসছে ৯ আগস্ট, শনিবার।। হাতে সময় অল্প ,কিন্তু ভাই বা বোনকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? এই প্রতিবেদনই রইল মুশকিল আসান।
বোনদের জন্য রাখীর উপহার:
.ঘড়ি: ফ্যাশানের দিক থেকে উপহারের কথা ভাবা হলে ঘড়ি আজও পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকবে। বোনকে ঘড়ি উপহার দিতেই পারেন যা দীর্ঘস্থায়ী স্মৃতি হিসাবে থেকে যাবে। বিভিন্ন প্রকারের ঘড়ি যেমন, তা ডিজিটাল হতে পারে, সাধারণ হতে পারে। বাজারে বিভিন্ন নামী কোম্পানির, নানা স্টাইলের ঘড়ি পাওয়া যায়। বোনের পছন্দের কথা মাথায় রেখে তা কিনতে পারেন।
.এয়ারবার্ডস: রাখীবন্ধনে বোনকে সুরেলা উপহার দিতে পারেন। বর্তমান সময়ে গান শোনা, ব্যবস্তার জীবনে সহজেই ফোনে কথা বলার জন্য এয়ারবার্ডস সেরা জিনিস। দীর্ঘ ব্যাটারি যুক্ত, দারুণ সাউণ্ড কোয়ালিটি সম্পূর্ণ একটি এয়ারবার্ডস উপহার হিসাবে দিতেই পারেন।
.ব্লুটুথ স্পিকার: আপনার বোন যদি গান শুনতে ভালোবাসেন। বলা চলে গানের পোকা। তাহলে চোখ বন্ধ করে একটি ব্লুটুথ স্পিকার উপহার হিসাবে দিতে পারেন। যা ফোন, ল্যাপটপ , ট্যাব দিতে কানেক্ট করে চালানো যাবে। আর আপানারা দুজন যদি মিউজিক লাভার হন তাহলে তো এক ঢিলে দুই পাখি। বোনও খুশ, মাঝে মাঝে আপনারও কাজে লেগে গেল।
.হ্যাণ্ডব্যাগ: আজও মেয়েদের অন্যতম পছন্দের উপহার হিসাবে প্রথম স্থানে জায়গা করে নেয় হ্যাণ্ডব্যাগ। নিজের বোনের চাহিদা অনুযায়ী প্রত্যেকদিনের ব্যবহারের জন্য বা বিশেষ দিনের ব্যবহারের জন্য হ্যাণ্ডব্যাগ উপহার দিতে পারেন। যা আপনাকে পৃথিবীর সেরা দাদা করে তুলতে পারেন।
এই তো গেল বোনদের জন্য। ভাই বা দাদাদের কী উপহার দেবে তারও তালিকা রইল
.গেমিং হেডফোন: আপনার দাদা বা ভাই যদি গেম পাগল হন, তাহলে তার জন্য সেরা উপহার হাই কোয়ালিটির গেমিং হেডফোন। বাজারের সেরা দীর্ঘ ব্যাটারি সম্পূর্ণ, পরিষ্কার শব্দ যুক্ত একটি গেমিং হেডফোন উপহার দিলে সেরা দিদি হয়ে উঠতে পারেন।
.ক্যামেরা: আপনার ভাই বা দাদা যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই বার রাখীবন্ধন উৎসবে সেরা উপহার ক্যামেরা। দারুণ মেগাপিক্সল, লেন্স-সহ একটি ক্যামেরা আপনার প্রিয় ভাইকে খুশি করে দিতে পারে। সেই ক্যামেরাতেই নিজেদের জীবনে সেরা মুহূর্তের ছবি তুলে ধরে রাখতে পারবেন।
.ট্যাবলেট: আপনার ভাই বা দাদা যদি নেটের মাধ্যমে কাজ করেন, পড়াশোনাতে ব্যস্ত আবার মাঝে মাঝে গেমও খেলতে ভালোবাসেন। তাহলে, এই রাখি পূর্ণিমায় সেরা উপহার হতে পারে ট্যাব। একটি উন্নত প্রযুক্তির ট্য়াব আপনার দাদা বা ভাইয়ের মন কেড়ে নিতে পারে।
রাখীবন্ধন শুধু একটি উৎসব নয়, এটি ভাই-বোনের নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধন ও যত্নের প্রতীক। উপহারের মূল্য নয়, বরং তার মাধ্যমে প্রকাশিত অনুভবটাই সবচেয়ে বড়। তাই ভাই বা বোনের জন্য এমন কিছু বেছে নিন, যা তাদের প্রয়োজন মেটায় এবং ভালবাসা প্রকাশ করে। এই রাখী হোক আরও স্পেশ্যাল, উপহারে থাকুক হৃদয়ের ছোঁয়া।