Festival and celebrations

3 hours ago

Durga Puja 2025: বসিরহাটে পুজোয় ছমছমে পরিবেশ, এবার থিমেই শিহরণ

Durga Puja 2025:
Durga Puja 2025:

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর থিমের দুনিয়ায় চমকে দিতে হাজির বসিরহাট ১৪ নম্বর ওয়ার্ডের ‘প্রাণের পুজো’। এবারের থিম—‘হানাবাড়ি’। গা ছমছমে অন্ধকার, আলোআধারিতে মোড়া এক রহস্যময় পরিবেশে ভয় আর ভক্তির মিশেলে তৈরি হবে এমন এক আবহ, যেখানে চিরচেনা দেবী দুর্গার আগমন হবে একেবারে ভিন্নরূপে। থিমপ্রেমী দর্শকদের জন্য এটি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা।

বর্তমানে থিমের পুজো শুধুই মহানগরীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। শহরতলি, এমনকি জেলা শহরগুলিও থিম পুজোয় নিজেদের ছাপ রাখছে। বসিরহাট তার ব্যতিক্রম নয়। বিগত কয়েক বছর ধরেই এখানকার বিভিন্ন পুজো মণ্ডপে অভিনব ভাবনার প্রতিফলন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় ‘প্রাণের পুজো’য় থিমের মাধ্যমে এক নতুন ধারা আনতে চলেছে হানাবাড়ির রহস্যময়তা। এই থিমে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে এক গা ছমছমে ভৌতিক পরিবেশ। বাড়ির বাইরের দিক থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত—সব জায়গাতেই থাকবে রহস্য আর ভয়াবহতার ছোঁয়া। প্রতিমাও মিলবে সেই অনুরূপ ভৌতিক আবহের মাঝে, যা অভূতপূর্ব অভিজ্ঞতা এনে দেবে দর্শনার্থীদের।

নিচে আপনার দেওয়া অনুচ্ছেদটি আরও প্রাঞ্জল, সাবলীল ও আকর্ষণীয়ভাবে পুনর্লিখন করা হল:

ইতিমধ্যেই খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে থিমের প্রস্তুতি। বসিরহাটের ‘প্রাণের পুজো’ এবার যাত্রা শুরু করেছে এক অন্যরকম অভিজ্ঞতার পথে। উদ্যোক্তারা জানাচ্ছেন, হানাবাড়ির থিম দিয়ে দর্শনার্থীদের ভয় দেখানো নয়, বরং তাদের মূল লক্ষ্য এক ভিন্ন সাংস্কৃতিক অনুভব উপহার দেওয়া। এমন এক পরিবেশ তৈরি করতে চাওয়া হয়েছে, যেখানে ধর্মীয় আবহের সঙ্গে মিশে থাকবে কল্পনার রহস্যময়তা—আর তাতেই দর্শনার্থীরা পাবেন এক নতুনরকমের পূজো-অভিজ্ঞতা।


You might also like!