পটনা, ২০ জুলাই: বিহারের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে। পটনায় রবিবার সকাল থেকেই বৃষ্টির দাপট। গঙ্গা, সোন-সহ রাজ্যের একাধিক নদী বইছে বিপদসীমার উপর দিয়ে।
রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার উত্তর বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর জেরে ১৯টি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। সীতামঢ়ি, মধুবনী, সুপৌল, আরারিয়া, কিশনগঞ্জ ও পূর্ণিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।