Entertainment

3 months ago

Amitabh Award:অমিতাভ পুরস্কার নিতেই একি করলেন রেখা? আঁতকে উঠলেন জয়া বচ্চন!

Amitabh Award (Symbolic Picture)
Amitabh Award (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রেখা-অমিতাভ-জয়ার ত্রিকোণ প্রেম কাহিনী বহু দিন আগে থেকেই বলিউডে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার সেই চর্চা আরও একবার উসকে দিলেন রেখা। জানা যায় জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ের পরেও রেখার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন অমিতাভ বচ্চন। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তিও হয়েছিল। কিন্তু একবার এক পুরস্কার বিতরণী এমন ঘটনা ঘটেছিল যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

২০১৫ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের পিকু ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অমিতাভ বচ্চন। যখন তার নাম ঘোষনা করা হয় এবং তিনি পুরস্কার নেওয়ার জন্য মঞ্চের দিকে এগোতে থাকেন ঠিক তখনই দেখা যায় রেখা এবং জয়া দুজনেই দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। এত পর্যন্ত সব ঠিকই ছিল। এরপরেই সকলকে চমকে দিয়ে রেখা জয়ার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করেন। এই দেখেই চমকে যান সকলে। 

You might also like!