দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর সৌন্দর্যে সকলের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে বলিউডের আশির দশকের জনপ্রিয় নায়ক হলেন বিনোদ খান্না। বিভিন্ন ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্যগুলিতে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসতেন বিনোদ খান্না। এর জেরে একবার রক্তারক্তি কাণ্ড ঘটান অভিনেতা।
'দয়াবান' ছবির অন্যতম জনপ্রিয় গান 'আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়' আজো সঙ্গীতপ্রেমীদের চর্চিত। নতুন আঙ্গিকে মুক্তিও পেয়েছে গানটি। দয়াবান ছবির এই গানের শুটিংয়ের সময়ই স্থান কাল পাত্র ভুলে মাধুরীর ঠোঁটে কামড়ে দেন বিনোদ খান্না। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে কেলেঙ্কারি কাণ্ড। একা মাধুরী নন, আরো এক অভিনেত্রীর সঙ্গেও এমন বেনজির ঘটনা রয়েছে বিনোদ খান্নার।