Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Entertainment

2 months ago

Bollywood actor slaps Salman:"সলমনকে চড় মারার দুঃসাহস! নবীন অভিনেতার পরিণতি কী হল জানেন?"

Salman Khan slapped by actor
Salman Khan slapped by actor

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সলমন খান— নাম শুনলেই বলিউডে এক আলাদা মর্যাদা জুড়ে যায়। বন্ধু হিসেবে তিনি বিরল, তবে শত্রু হলে রেয়াত মেলে না বলেই শোনা যায়। এমন এক তারকার সঙ্গেই নাকি হাতাহাতি করেছিলেন এক নবীন অভিনেতা। শুধু তাই নয়, সপাটে চড়ও মেরেছিলেন ভাইজানকে! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখেই সেই চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানিয়েছেন জ়িশান আয়ুব।

সলমনকে চড় মেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত অভিনেতা। আর অভিনয় জগতে এগোতে পারবেন কি না, তা নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন জ়িশান। তবে বাস্তবে তিনি সলমনকে চড় মারেননি। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির চিত্রনাট্যের জন্য ভাইজানের গায়ে হাত তুলতে হয়েছিল তাঁকে। আয়ুব বলেছেন, “একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর উপরে। ওঁকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নীচে পড়ে যান। সেই প্রথম সলমন স্যরের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।”
এই দৃশ্যে অভিনয় করে ভয়ে কাঁপছিলেন জ়িশান। তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভাল দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সলমন স্যর নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো।’ কিন্তু আমার বুক কাঁপছিল।”

দুরু দুরু বুকেই এগিয়ে যান জ়িশান। ঠাটিয়ে মারেন এক চড়। ভেবেছিলেন, এই হয়তো তাঁর কেরিয়ারের শেষ অভিনয়! তবে সলমন যে খুবই পেশাদার, তা তিনি বুঝেছিলেন। ঝুঁকি নিয়েই দৃশ্যটিকে ফুটিয়ে তোলেন জ়িশান। সলমন এসে প্রশংসা করেছিলেন পরে। নিশ্চিন্ত হয়েছিলেন অভিনেতা।

You might also like!