Country

3 days ago

Jammu and Kashmir:প্রবল ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, শৈত্যপ্রবাহে জবুথবু লাদাখ

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ৩১ ডিসেম্বর : হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, গুলমার্গ ও পহেলগাম-সহ কাশ্মীরের প্রায় সর্বত্রই জমজমাট শীত। কাশ্মীরের গুলমার্গ এবং পহেলগামে প্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজমান রয়েছে, উভয় স্থানেই হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে তাপমাত্রা, এমনকি উপত্যকার বাকি অংশগুলি কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

শ্রীনগরে মঙ্গলবার তাপমাত্রা নেমেছে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান-এর অধীনে রয়েছে। এই সময়ে তীব্র ঠান্ডা থাকে উপত্যকায়। সেই মতো হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা।

You might also like!