Country

2 days ago

Delhi Temperature Today : কুয়াশায় দৃশ্যমানতা শূন্যে! দিল্লিতে দুশোর বেশি বিমান ওঠানামায় দেরি, ব্যাহত ট্রেন চলাচলও

Delhi Weather Today
Delhi Weather Today

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : হাড়কাঁপানো ঠান্ডা, একইসঙ্গে ঘন কুয়াশা— এই দুইয়ের দাপটে ট্রেন এবং বিমান পরিষেবা ব্যাহত উত্তর ভারতের রাজ্যগুলিতে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লিতে। শুক্রবার সকালে কুয়াশার কারণে রাজধানীর বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায়। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বহু বিমান ওঠানামায় দেরি হয়েছে।

বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। দিল্লি থেকে ২৪টি দূরপাল্লার ট্রেন দেরিতে ছেড়েছে। তার মধ্যে রয়েছে অযোধ্যা এক্সপ্রেস, গোরক্ষধাম এক্সপ্রেস, বিহারক্রান্তি এবং শ্রমশক্তি এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন।

You might also like!