নয়াদিল্লি, ৫ জানুয়ারি : ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। জোড়া ফলায় বিপর্যস্ত জাতীয় রাজধানীর জনজীবন। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি। ফলে দিল্লির অনেক জায়গায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে। ঘন কুয়াশার জেরে এদিন বিঘ্নিত হয় ট্রেন এবং বিমান পরিষেবা।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বহু বিমান ওঠানামায় দেরি হয়েছে এদিন। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে রবিবার। উল্লেখ্য, শনিবারও দিল্লিতে ব্যাহত হয়েছিল বিমান ও ট্রেন পরিষেবা। রবিবার তারই পুনরাবৃত্তি হলো।