Country

1 day ago

Assam Launches 'Gunotsav 2025':অসমের ১১টি জেলায় শুরু চলতি বছরের প্ৰথম দফার ‘গুণোৎসব ২০২৫’, মূল্যায়ন ১৪,১১,৮৭৪ লক্ষ পড়ুয়ার

Assam Launches 'Gunotsav 2025'
Assam Launches 'Gunotsav 2025'

 

গুয়াহাটি, ৬ জানুয়ারি  : নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার রাজ্যের ১১টি জেলায় শুরু হয়েছে চলতি বছরের প্ৰথম দফার ‘গুণোৎসব ২০২৫’। প্রথম দফার মূল্যায়ন পর্ব চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। চারদিনের ‘গুণোৎসব’ পৰ্বে মূল্যায়ন হবে বিভিন্ন স্কুলের মোট ১৪,১১,৮৭৪ লক্ষ ছাত্ৰছাত্ৰীর। ‘গুণোৎসব ২০২৫’-এর মূল ভাবনা ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করা’।

আজ সোমবার সকালে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু আরও লিখেছেন, ‘অসমের ভবিষ্যৎ শিক্ষার উচ্চমান উন্নয়নে এর সফল সমাপ্তি নিশ্চিত করতে সকলের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’

চলতি বছরের প্ৰথম দফার ‘গুণোৎসব ২০২৫’-এর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে মন্ত্রী ডা. পেগু জানিয়েছেন, ‘গুণোৎসব ২০২৫, গুণমান শিক্ষা নিশ্চিতকরণ ভাবনার ভিত্তিতে ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেলার ১৬,০৫৬টি স্কুল এবং ১৪,১১,৮৭৪ জন শিক্ষার্থীকে ৬,৩৬৫ জন এক্সটার্নাল অবজার্ভার মূল্যায়ন করবেন।’

আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত যে সব জেলায় ‘গুণোৎসব ২০২৫’ পর্ব চলবে সেগুলি যথাক্রমে শ্রীভূমি, কামরূপ, কারবি আংলং, বরপেটা, বজালি, কোকরাঝাড়, লখিমপুর, নগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা-মানকাচর এবং ওদালগুড়ি। এই পৰ্বে আদর্শ বিদ্যালয়, চা বাগান আদৰ্শ বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয় এবং চা বাগান ব্যবস্থাপনা বিদ্যালয় সহ মোট ১৬,০৫৬টি সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়ের মূল্যায়ন হবে।

গুণোৎসবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির ১৪,১১,৮৭৪ জন ছাত্রছাত্রীদের মূল্যায়নে এক্সটার্নাল অবজার্ভার হিসেবে নিয়োজিত করা হয়েছে রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এসএসসি, ইএমএস, আইএএস, আইপিএস, আইএফএস, একেএস, এপিএস, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা সহ মোট ৬,৩৬৫ জনকে।

You might also like!