Country

1 day ago

Disrupted Train services in Delhi : কনকনে ঠান্ডার মধ্যেই কুয়াশার দাপট, দিল্লিতে বিঘ্নিত ট্রেন পরিষেবা

Disrupted Train services in Delhi
Disrupted Train services in Delhi

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, প্রবল শীতের মধ্যেই কুয়াশার দাপটও বাড়ছে। মঙ্গলবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী দিল্লি। কুয়াশার কারণে দিল্লিতে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে।

ঘন কুয়াশা থাকলেও মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা স্বাভাবিকই ছিল। সমস্ত বিমান স্বাভাবিক সময়ে ওঠানামা করেছে।

You might also like!