কলকাতা, ৩০ ডিসেম্বর : রবিবার সেঞ্চুরিয়ানে এক রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেটে জিতে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ হার দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জেতার হার ৬৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে টেম্বা বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকা ফাইনাল নিশ্চিত করায় ভারতের আশা একটু একটু করে কমছে।এই চক্রে ভারতের আছে শুধু দুই টেস্টের ফল, অস্ট্রেলিয়ার বিপক্ষে। একটি চলমান মেলবোর্ন টেস্ট। তারপর আছে সিডনি টেস্ট। নিজেদের এ দুটি টেস্ট জিতলেও যে রোহিত শর্মারা ফাইনাল খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে।ফাইনাল খেলার দারুণ আশা জাগিয়ে রাখা অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি ছাড়াও দুই টেস্টের সিরিজ আছে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারত ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দুটি টেস্ট জিততে হবে। আর অস্ট্রেলিয়া ভারতের পর আবার হারতে হবে শ্রীলঙ্কার কাছেও।কিন্তু সবকিছু কি ভারতের প্রত্যাশামতো হবে? মেলবোর্ন টেস্টেই তো হারের শঙ্কা মাথায় নিয়ে মাঠে লড়ছে তারা। এই টেস্ট হারলে এক রকম ফাইনালের আশা শেষ হয়ে যাবে ভারতের।