দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের ৩-য় দিনে একটি বীরত্বপূর্ণ পারফরম্যান্স প্রদান করে ১৭১ বলে অসাধারণ ১০৫ রান করেছেন। তাঁর ইনিংসটি শুধুমাত্র গুরুত্বপূর্ণই ছিল না, ছিল ঐতিহাসিকও। কারণ তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ৮ নম্বর ব্যাটার হয়েছেন। ২৮ রানে ঋষভ পান্তের আউট হওয়ার পর ভারত ১৯১/৬-এ ক্রিজে প্রবেশ করে ২১ বছর বয়সী অবিশ্বাস্য সংযম প্রদর্শন করেছিলেন।
ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার নীতীশের প্রশংসা করে বলেন, এই যুবকের পরিপক্কতা এবং ক্রিকেটীয় দক্ষতা আছে। গাভাস্কার আশা প্রকাশ করেন যে নীতীশ ভারতের ভবিষ্যত সম্ভাবনাকে শক্তিশালী করতে তাঁর দক্ষতা এবং মানসিক তীক্ষ্ণতা তৈরি করতে থাকবেন।সেই সঙ্গে গাভাস্কার বলেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তার ক্রিকেটিং মস্তিষ্ক যেন সর্বদা এমনই থাকে।