শান্তিনিকেতন, ২৩ ডিসেম্বর: চার বছরের বিরতির পর শান্তিনিকেতনে আবার আয়োজিত হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। গৌর প্রাঙ্গণে বৈতালিক পরিবেশনা এবং শান্তিনিকেতন গৃহে সানাইয়ের সুরের মাধ্যমে এই পৌষমেলার আনুষ্ঠানিক সূচনা হবে। মেলার আয়োজনে যৌথভাবে কাজ করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট এবং জেলা প্রশাসন।
জেলার পুলিশ প্রশাসন, স্থানীয় হস্তশিল্পী এবং বোলপুরের ব্যবসায়ী সমিতি মেলার আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্যটকদের আকর্ষণ করতে এবং মেলা চলাকালীন সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন কড়া নজরদারি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন জানিয়েছেন, "দীর্ঘ কয়েক বছর পর জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মেলার আয়োজন করছি। বিশ্বভারতী কর্তৃপক্ষ, শান্তিনিকেতন ট্রাস্ট এবং প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে এই ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করছে।"
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, এবারের মেলায় পরিবেশবান্ধব ব্যবস্থার পাশাপাশি চিরাচরিত লোকসংস্কৃতির অনুষ্ঠানও থাকছে। বাউল, ফকির, ভাদু, টুসু, কীর্তন এবং আদিবাসী সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা মেলার মূল আকর্ষণ। এর পাশাপাশি, বিশেষ আকর্ষণ হিসেবে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকদের বিশেষ পরিবেশনা থাকবে।পৌষমেলার এই আয়োজন শুধু শান্তিনিকেতনের ঐতিহ্যকে পুনর্জীবিত করবে না, বরং দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের মনেও স্মরণীয় করে রাখবে।