Country

7 hours ago

Mallikpur crime news:মল্লিকপুরে নাবালকের ওপর ধারালো অস্ত্রের কোপ, পলাতক দুষ্কৃতীরা

Mallikpur crime news
Mallikpur crime news

 

বারুইপুর, ২৩ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে এক নাবালকের ওপর ভয়ঙ্কর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত নাবালকের নাম মহম্মদ তানভীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মল্লিকপুর গণিমার কাছে হঠাৎই দু’জন দুষ্কৃতী তানভীরের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালক। ঘটনার পরই পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশ তদন্তে নেমেছে। কী কারণে এই হামলা তাও খতিয়ে দেখছে পুলিশ।


You might also like!