নয়াদিল্লি, ২৩ জুলাই : উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার কমিশন জানিয়েছে, ২২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের পদত্যাগের তথ্য দেওয়া হয়েছে। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন পরিচালনা করার জন্য কমিশন অনুমোদিত। এই নির্বাচনগুলি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৫২ এবং এর অধীনে প্রণীত বিধি অনুসারে পরিচালিত হয়। কমিশন তার প্রস্তুতি সম্পর্কিত তথ্য দিয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন। খানিক আকস্মিকভাবেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। ইস্তফার জন্য স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখালেও রাজধানীর অলিন্দে নানা জল্পনাকল্পনা চলছে। ধনখড়ের পরিবর্তে দেশের নতুন উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।