নয়াদিল্লি, ২৩ জুলাই : সোমবার ও মঙ্গলবারের পর বুধেও উত্তাল হল সংসদ। বিহারে এসআইআর, পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে বুধবার লোকসভায় স্লোগান দেন বিরোধীরা। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। তুমুল হইহট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, হইহট্টগোল অব্যাহত থাকে। তাই দুপুর দু'টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এরপর অধিবেশন শুরু হলেও, শান্তি ফেরেনি সংসদের উভয়কক্ষে। তাই দিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এদিন বিরোধীদের উদ্দেশ্যে বলেন, "এই সদন আলোচনা ও সংলাপের জন্য, স্লোগান দেওয়ার জন্য নয়। সদনের মর্যাদা বজায় রাখুন।" স্পিকারের এই আহ্বানে কর্ণপাত করেননি বিরোধীরা। নিজেদের দাবিতে তাঁরা অনড় থাকেন। সূত্রের খবর, আগামী ২৯ জুলাই রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হতে পারে।