পাটনা, ২৩ জুলাই: বিহারে ফের এক দফা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বুধবার জানা গেছে, আগামী সাত দিনে বিহার রাজ্যের বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণ বিহারের গয়া, রোহতাস, ক্যামুর, অউরঙ্গাবাদ এবং অরওয়াল জেলায় বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে বৃষ্টির দাপট, যা চলবে ২৮ জুলাই পর্যন্ত। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ জুলাইয়ের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেললেও, এর পরোক্ষ প্রভাব পড়বে বিহারেও।
পটনা আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সময় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। ফলে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার পাটনায় তীব্র গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে, তবে শুক্রবার থেকে শুরু হবে বৃষ্টির দাপট। দফায় দফায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে পূর্বাভাস। বিশেষ করে রোহতাস, গয়া ও অউরঙ্গাবাদে বৃহস্পতিবার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বিহারের তুলনায় দক্ষিণ বিহারেই এই প্রভাব বেশি পড়বে বলে জানা গেছে। এর জেরে রাজ্যের কিছু এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ফতুয়া, দিওয়ারা, এবং মনের এলাকার নিচু জায়গাগুলিতে ইতিমধ্যেই জলজমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কঙ্করবাগ, পুনপুন, এবং গঙ্গা নদীর জলস্তরও বাড়ছে বলে জানানো হয়েছে।