রায়পুর, ১৮ জুলাই: রায়পুরের কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব কংগ্রেস নেতা আশীষ শিন্ডে এবং আরও এক বন্দির উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে বিচারাধীন বন্দিদের সঙ্গে বিরোধের সময় এই ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশীষ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গিয়েছে, বিরোধের সময় এক বন্দি তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিন্ডের মুখ, হাত এবং বুকে গুরুতর আঘাত লেগেছে। কংগ্রেস নেতা কে কে শ্রীবাস্তবকে সাহায্য করার অভিযোগে আশিষ শিন্ডে কারাগার বন্দি, যিনি আগেই পলাতক ছিলেন। শ্রীবাস্তব প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত শ্রীবাস্তবকে জেল থেকে পালাতে সাহায্য করার অভিযোগ রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে জেল প্রশাসনকে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।