উধমপুর, ১৮ জুলাই : দুর্ঘটনার কবলে পড়লো অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের গাড়ি। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বাটাল বালিয়ানের কাছে একটি ট্রাক ও ওই তীর্থযাত্রীদের গাড়ির মধ্যে ধাক্কা লাগে। তাতে আহত তীর্থযাত্রীদের সংখ্যা বেড়ে হয়েছে ৮ ।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ৮ জন ছিলেন, তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আর অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।