Country

13 hours ago

CM Mohan Yadav: বাল গঙ্গাধর তিলক এবং চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

CM Mohan Yadav
CM Mohan Yadav

 

ভোপাল, ২৩ জুলাই : বুধবার ভারতমাতাকে দাসত্বের শৃঙ্খল ভেঙে নিজের জীবন উৎসর্গকারী বীর পুত্র চন্দ্রশেখর আজাদ এবং ভারতের জনগণের মধ্যে স্বরাজের চেতনা জাগরণকারী মহান স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকী। এই উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবও।

মুখ্যমন্ত্রী ডঃ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে চন্দ্রশেখর আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, মধ্যপ্রদেশের মাটির গর্ব, স্বাধীনতা সংগ্রামের নায়ক, শ্রদ্ধেয় চন্দ্রশেখর আজাদ জি'র প্রতি আন্তরিক শ্রদ্ধা। ভারত মাতার এমন একজন পুত্রের ঋণ দেশ কখনও শোধ করতে পারবে না।

অন্য একটি বার্তায় মুখ্যমন্ত্রী ডঃ যাদব লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমি স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় লোকমান্য বাল গঙ্গাধর তিলকজির জন্মবার্ষিকীতে আমার প্রণাম জানাই। তিনিই প্রথমবারের মতো পূর্ণ স্বাধীনতার জন্য আওয়াজ তুলেছিলেন এবং দেশপ্রেমে পরিপূর্ণ চিন্তাভাবনা দিয়ে দেশবাসীকে স্বাধীনতার জন্য জাগ্রত করেছিলেন।"

You might also like!