Country

13 hours ago

Sanjay Kumar Jha: ভুয়ো ভোটার অপসারণের জন্য এসআইআর করছে নির্বাচন কমিশন,সঞ্জয় ঝা

Sanjay Kumar Jha
Sanjay Kumar Jha

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে মুখ খুললেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। তিনি বলেছেন, ভুয়ো ভোটার অপসারণের জন্য এসআইআর করছে নির্বাচন কমিশন। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেছেন, "নির্বাচন কমিশন ভুয়ো ভোটারদের অপসারণের জন্য এই পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে, কোনও প্রকৃত ভোটার বাদ পড়বে না।" বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তেজস্বী যাদবের বক্তব্য সম্পর্কে তিনি বলেছেন, "বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যদি কোনও অপরাধ হয়, তবে ব্যবস্থা নেওয়া হয়। বিহারে কোনও সংগঠিত অপরাধ নেই। যদি কোনও বিরোধের কারণে কোনও ঘটনা ঘটে, তবে তা যে কোনও জায়গায় ঘটতে পারে।"

You might also like!