Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Odisha

5 hours ago

Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি!

15-year-old girl set on fire by three miscreants in Odisha's Puri
15-year-old girl set on fire by three miscreants in Odisha's Puri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত ওড়িশা ফের উত্তাল এক নারকীয় ঘটনায়। পুরী জেলার এক গ্রামে ১৫ বছরের এক কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল তিন দুষ্কৃতী। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের শনাক্ত  করার চেষ্টা চলছে। শনিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুরী জেলার বায়াবার গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী বন্ধুর বাড়ি যাচ্ছিলেন, সেই সময় পথ আটকে তাকে আক্রমণ করে তিন দুষ্কৃতী। তারা কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়  দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা কিশোরীর চিৎকার শুনে ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে ভুবনেশ্বর এইমসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুরীর জেলাশাসক চঞ্চল রান জানিয়েছেন, বালান্দা থানার নিমপদা ব্লকে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। ১৬ বছরের এক কিশোরীর গায়ে আগুন লাগানো হয়েছে। সে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে। আমরা এইমস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি যাতে করে ঠিক মতো চিকিৎসা হয়। এর আগে যৌন হেনস্তার বিচার  চেয়ে আত্মাহুতি দেওয়া এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক কিশোরীকে ঘিরে এমন মর্মান্তিক অপরাধে নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে সরব হয়েছে। এক্স হ্যান্ডেলে-এ তৃণমূলের তরফে প্রশ্ন তোলা  হয়েছে, “বেটি বাঁচাও, বেটি পড়াও” স্লোগান কোথায় গেল? বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা কি আদৌ নিরাপদ?” এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেসও। রাজ্য সরকারের প্রতি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে ঘটনার তদন্ত জোরকদমে চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের খোঁজ করা হচ্ছে।

You might also like!