Odisha

2 hours ago

Odisha CM Kisan Yojana: নুয়াখাই-এর আগে ওড়িশা কৃষকদের বড় উপহার—‘CM Kisan Yojana’-র মাধ্যমে ১,০৪১ কোটি টাকার সহায়তা!

Odisha CM Kisan Yojana 2025
Odisha CM Kisan Yojana 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওড়িশা সরকার কৃষকদের জন্য একটি বড় আর্থিক সহায়তা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মজি-এর নেতৃত্বে রাজ্য সরকার ‘CM Kisan Yojana’ প্রকল্পের আওতায় ৫১ লক্ষেরও বেশি ছোট ও প্রান্তিক কৃষককে মোট ১,০৪১ কোটি টাকা প্রদান করবে। এই সহায়তা আগামী বুধবার, রাজ্যের প্রধান কৃষি উৎসব নুয়াখাই-এর ঠিক আগে বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় প্রতিটি কৃষক বছরে ৪,০০০ টাকা করে দুই কিস্তিতে পাবেন। সরকারি সূত্রে জানা গেছে, এই অর্থ কৃষকরা বীজ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য কৃষিকাজের খরচের জন্য ব্যবহার করতে পারবেন। 

প্রকল্পের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মূলত ছোট ও প্রান্তিক কৃষকদের ভিত্তিতে। যারা ২ হেক্টরের কম জমির মালিক, তারা এই সহায়তার আওতায় আসবেন। অন্যদিকে, যারা ২ হেক্টরের বেশি জমির মালিক, তাঁরা শুধুমাত্র PM-KISAN প্রকল্পের আওতায় সহায়তা পাবেন। এছাড়াও, ভূমিহীন কৃষক পরিবারগুলোর জন্য ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ)’ নামে একটি আলাদা প্রকল্প রয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের জন্যও কৃষক পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ওড়িশা সরকার এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের জীবিকা ও কৃষি উন্নয়নে সাহায্য করছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মজি জানিয়েছেন, “আমরা চাই রাজ্যের সব কৃষক যেন আর্থিক চাপ থেকে মুক্তি পান এবং তারা নিজেরা ও পরিবারের জন্য আরও ভালো জীবনযাপন করতে পারেন। এই প্রকল্প সেই লক্ষ্যেই বাস্তবায়িত হয়েছে।” 

রাজ্যের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় আগ্রহী কৃষকদের জন্য আবেদন প্রক্রিয়া এবং যাচাইকরণের ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে। রাজ্যের সমস্ত ব্লক ও জেলা পর্যায়ে কৃষকরা সহজেই এই সহায়তা পেতে পারবেন। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রকল্পের ফলে রাজ্যের কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়বে। বিশেষ করে ছোট ও প্রান্তিক কৃষকরা, যাদের পূর্বে কৃষি খাতে পর্যাপ্ত সহায়তা পাওয়া যেত না, তারা এবার উল্লেখযোগ্য সহায়তা পাবেন। রাজ্য সরকার আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কৃষকরা নয়, বরং রাজ্যের সামগ্রিক কৃষি অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাও উপকৃত হবে।

You might also like!