ভুবনেশ্বর, ২৯ জুলাই : মহান শিক্ষাবিদ তথা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রধান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "সমাজ সংস্কারক এবং মহান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। বিদ্যাসাগরজি কেবল ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধেই আওয়াজ তোলেননি, বরং তিনি সমাজে নারী শিক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সমাজ তখনই এগিয়ে যেতে পারে যখন সমাজের প্রতিটি ব্যক্তি, বিশেষ করে নারী এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ সমান সুযোগ পাবে। শিক্ষার পাশাপাশি, তিনি ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার জন্যও তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। বিদ্যাসাগরের জীবন সর্বদা আমাদের সকলকে সমাজের উন্নয়নের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করবে।''
উল্লেখযোগ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে (বর্তমানে মেদিনীপুর জেলা)। তিনি একজন মহান শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং একজন মহান পণ্ডিত ছিলেন। তাঁর পাণ্ডিত্যের কারণে তাঁকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। তিনি নারী শিক্ষা এবং বিধবা বিবাহ আইনের জন্য আওয়াজ তুলেছিলেন। তিনি তাঁর কাজের জন্য একজন সমাজ সংস্কারক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তাঁর কাজের কারণে তিনি প্রচেষ্টার ফলে ১৮৫৬ সালে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। ১৮৯১ সালের ২৯ জুলাই এই মহান ব্যক্তি পৃথিবীকে বিদায় জানান।
स्वतंत्रता संग्राम सेनानी, समाज सुधारक और महान विद्वान ईश्वर चंद्र विद्यासागर जी की पुण्यतिथि पर उन्हें श्रद्धांजलि अर्पित करता हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 29, 2025
विद्यासागर जी ने न केवल भारतीय समाज में व्याप्त अंधविश्वास और कुरीतियों के खिलाफ आवाज उठाई, बल्कि उन्होंने नारी शिक्षा और समाज में समानता की… pic.twitter.com/EJVeubsILu