Entertainment

6 hours ago

Tollywood in Nilachal: পুরীতে গৌরাঙ্গের ছায়ায় যিশু-শুভশ্রী, সৃজিতের শুটিংয়ে নীলাচলে উৎসবের আবহ

Srijit Mukherji new film
Srijit Mukherji new film

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: এ যেন সৃজিত মুখোপাধ্যায়ের কেরিয়ারের সবচেয়ে পরিণত ও স্বপ্নপূরণের ছবি—একপ্রকার ‘ম্যাগনাম অপাস’। চমকপ্রদ কাস্টিং থেকে শুরু করে নির্মাণের ব্যাপ্তি—সবেতেই টলিউডের মাপজোক ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকথাকে তিনটি পৃথক সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা নিছকই সিনেমা নয়, এক বিশাল দায়িত্বও বটে। সেই কঠিন কাজের ভার কাঁধে নিয়েও কোনও রকম কমপ্রোমাইজ করছেন না পরিচালক। প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্রের গভীরতায় ফুটে উঠছে তাঁর বহুদিনের লালিত স্বপ্নের ছাপ।মহাপ্রভুর নীলাচলের সময়কাল ফুটিয়ে তুলতে গোটা টিম নিয়ে ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ পৌঁছে গিয়েছেন পুরীতে। রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিশু সেনগুপ্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়রা। সোমবার শুটের অবসরে সময় বের করে মন্দিরে জগন্নাথ দর্শনও সেরে এলেন সকলে।

সোমবার আষাঢ়ের অন্তিম সোমবার জগন্নাথভূমে স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল। তবে জনঅরণ্যে মিশে গিয়েই তারকারা প্রভুর দর্শন সারলেন। ডায়েট ভুলে কলাপাতায় পাত পেড়ে মহাভোগও খেলেন। জানা যায়, এদিন ওড়িশার চিলকা হ্রদে শুট হওয়ার কথা ছিল। তবে শিডিউল পরিবর্তন হওয়ায় মন্দিরে হাজির হয়েছেন একে একে সকলেই। শিবভক্ত হওয়ায় সুস্মিতা মন্দিরে প্রবেশ করেই সকলকে নিয়ে চলে গেলেন শিবমন্দিরে। সেখানে জল ঢেলে আরাধনা সারলেন সকলে। প্রভু জগন্নাথ দেবের অপার মহিমার কথা শুনে দর্শন সারলেন ইশা, ইন্দ্রনীলরাও। আষাঢ়ের আকাশে কালমেঘের চোখরাঙানি আর স্যাঁতস্যাঁতে মাটি, প্রভুর দর্শন পেতে সবকিছু উপেক্ষা করে মন্দিরে হাজির সকলে। আশীর্বাদী হিসেবে জগন্নাথদেবের মন্দিরের ধ্বজা গলায় পরে নিলেন শুভশ্রী, ইশা, ইন্দ্রনীল, ইন্দ্রদীপ, সুস্মিতারা। রকমারি মিষ্টান্নে উদরপূর্তি করে কলকাতায় ভোগ নিয়ে ফেরার পরিকল্পনাও হল তাঁদের।


You might also like!