Entertainment

6 hours ago

Biopic Delay Buzz:রাজকুমার রাও কি তৈরি নন? সৌরভের বায়োপিকের শুটিং পিছিয়ে যাচ্ছে কি তাঁর জন্যই?

Rajkummar Rao Sourav biopic
Rajkummar Rao Sourav biopic

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: আবারও আলোচনার কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি। পর্দায় 'দাদা'র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে, এমনটাই চূড়ান্ত। সৌরভের জীবনের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় প্রায় নিশ্চিত মিমি চক্রবর্তী। কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরই, পুজোর পরপরই—তবে আগামী বছর নয় । শুটিংয়ের বড় অংশই হবে শহর কলকাতার নানা প্রেক্ষাপটে, যেখানে বারবার ফিরে আসবে সৌরভের বেড়ে ওঠা, খেলোয়াড়ি জীবন এবং পারিবারিক অধ্যায়ের নানা দিক।মঙ্গলবার জানা গিয়েছে, এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে। ছবির মুখ্য অভিনেতা রাজকুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তাঁর। তাঁকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁত ভাবে ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ হয়ে উঠতে পারবেন। সেই জন্য পরিচালক বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ দিকে এ-ও শোনা যাচ্ছে। একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তাঁরা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। শোনা যাচ্ছে, সাম্প্রতিক কিছু ঘটনাবলীও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে। যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, “আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।” এই কারণেই নাকি তিনি এখনও বাংলার ‘মহারাজ’-এর মুখোমুখি হননি। অভিনেতা জানিয়েছেন, নিজেকে প্রস্তুত করে তবে তিনি ‘দাদা’র মুখোমুখি হবেন।

আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাঁকে অনেকটা শিখিয়ে ফেলেছেন। সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদিক সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে তর্জমা করে শোনান। এ ছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন। যাতে যে কোনও দৃশ্য সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।


You might also like!