দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: খ্যাতির বোঝা বোধহয় এতটাই ভারী হয়ে ওঠে, যে কখনও কখনও তা মিথ্যে মৃত্যুও টেনে আনে! ঠিক যেমনটা ঘটল প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলের সঙ্গে। বৃহস্পতিবার হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর মালা পরানো ছবি, সঙ্গে বিবরণ— ‘প্রয়াত বর্ষীয়ান গায়িকা’। সঙ্গীতপ্রেমীরা থমকে যান মুহূর্তে। একটি যুগের অবসান!” এও জানানো হয়েছে, ১ জুলাই মারা গিয়েছেন তিনি। খবর দেখে স্তব্ধ তাঁর অনুরাগীরা। বিস্মিত বলিউড। গুঞ্জন ক্রমশ বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা-পুত্র আনন্দ ভোঁসলে।
২৭ জুন ছিল রাহুল দেববর্মণের ৮৫তম জন্মদিন। এ দিন আশাকে সুরকার স্বামীর গান গাইতে শোনা গিয়েছে। মাত্র দিনকয়েকের মধ্যে এমন কি হল যে এই ধরনের খবর ছড়াল? সঙ্গীতমহল যখন এই আলোচনায় ব্যস্ত তখনই আনন্দ জানান, তাঁর মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। সুস্থ আছেন আশা ভোঁসলে। কিছু হয়নি তাঁর। কী ভাবে এই মৃত্যুসংবাদ ছড়াল, তিনিও জানেন না।
আনন্দের বার্তায় স্বস্তির শ্বাস ফেলেছে বলিউড। নতুন করে ভাইরাল, আরডি-র জন্মদিনের বিশেষ ভিডিয়ো। যেখানে পেলব রঙের শাড়িতে সেজে ওঠা আশা জানিয়েছেন, রাহুল দেব বর্মণের গান তিনি খুব সহজে গাইলেও এই প্রজন্মের পক্ষে গাওয়া খুব সহজ হবে না। তাঁরা তাঁর মতো করে সে সব গান কণ্ঠে ধারণ করতে পারবেন না। ওই দিন প্রয়াত সুরকারের পাওয়া সমস্ত পুরস্কার, সম্মান, তাঁর ব্যবহৃত হারমোনিয়াম, দুর্লভ ছবিও ওই ভিডিয়োয় দেখানো হয়।