Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Entertainment

2 hours ago

Ajay Devgn: ভাষা নিয়ে ঝগড়া নয়, শান্তভাবে কথা বললেই মিটবে সব,অজয় দেবগন

Ajay Devgn
Ajay Devgn

 

মুম্বই, ১২জুলাই : নতুন ছবি ‘সন অফ সরদার ২’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে অজয় দেবগন ভাষা নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন। বললেন, “কেউ ঠিক বা কেউ ভুল—এভাবে না ভেবে একসঙ্গে বসে কথা বললেই সমস্যার সমাধান হবে।” হিন্দি-মারাঠি ভাষা বিতর্ক নিয়ে প্রশ্নে হেসে তিনি বলেন, “আতা মাঝি সটকলি" মানে আমার ধৈর্য ভেঙে গেছে। এরপর বলেন, “ভাষা বা অন্য কোনও বিতর্ক নিয়ে ঝগড়া না করে আলোচনা করাই ভালো। কাউকে দোষ দিলে লাভ নেই।” পাক অভিনেত্রীকে নিয়ে তৈরি বিতর্ক নিয়েও অজয় বলেন, “আমি কাউকে দোষ দিই না। সবাই মিলে বসে শান্তভাবে কথা বললেই সব ঠিক হবে।” ‘সন অফ সরদার ২’ মুক্তি পাচ্ছে ২৫ জুলাই। অজয়ের সঙ্গে এবার দেখা যাবে মৃণাল ঠাকুরকে। আগের ছবিতে ছিলেন সোনাক্ষী সিনহা।

You might also like!