মুম্বই, ১২জুলাই : নতুন ছবি ‘সন অফ সরদার ২’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে অজয় দেবগন ভাষা নিয়ে চলা বিতর্কে মুখ খুললেন। বললেন, “কেউ ঠিক বা কেউ ভুল—এভাবে না ভেবে একসঙ্গে বসে কথা বললেই সমস্যার সমাধান হবে।” হিন্দি-মারাঠি ভাষা বিতর্ক নিয়ে প্রশ্নে হেসে তিনি বলেন, “আতা মাঝি সটকলি" মানে আমার ধৈর্য ভেঙে গেছে। এরপর বলেন, “ভাষা বা অন্য কোনও বিতর্ক নিয়ে ঝগড়া না করে আলোচনা করাই ভালো। কাউকে দোষ দিলে লাভ নেই।” পাক অভিনেত্রীকে নিয়ে তৈরি বিতর্ক নিয়েও অজয় বলেন, “আমি কাউকে দোষ দিই না। সবাই মিলে বসে শান্তভাবে কথা বললেই সব ঠিক হবে।” ‘সন অফ সরদার ২’ মুক্তি পাচ্ছে ২৫ জুলাই। অজয়ের সঙ্গে এবার দেখা যাবে মৃণাল ঠাকুরকে। আগের ছবিতে ছিলেন সোনাক্ষী সিনহা।