নয়াদিল্লি, ১০ জুলাই : সফল পাঁচদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালে মাতৃভূমিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া-সহ পাঁচটি দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভারতে ফিরেছেন। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭-তম ব্রিকস শীর্ষ সম্মেলনেও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পাঁচদেশীয় সফরের একেবারে শেষে প্রধানমন্ত্রী মোদী যান নামিবিয়ায়। সেখান থেকে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হন, আর বৃহস্পতিবার স্বদেশ ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী।