Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Country

5 hours ago

Civic Crackdown:কঠোর পদক্ষেপ প্রশাসনের, চন্ডীগড়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ বাজার

Chandigarh demolition drive
Chandigarh demolition drive

 

চন্ডীগড়, ২০ জুলাই : চন্ডীগড়ের ৫৩ ও ৫৪ নম্বর সেক্টরে স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে একটি অননুমোদিত আসবাবপত্র বাজার ভেঙে ফেলা হয়েছে। ১৯৮৫ সাল থেকে চালু থাকা এই অননুমোদিত বাজারটিতে ১১৬টি দোকান রয়েছে এবং ৫৩ ও ৫৪ নম্বর সেক্টরে প্রায় ১৫ একর কৃষিজমি রয়েছে। রবিবার সকালে বুলডোজার চালিয়ে ওই অবৈধ বাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এসডিএম (পূর্ব) খুশপ্রীত কৌর বলেন, "আমরা তাদের মাঝে মাঝে আল্টিমেটাম দিচ্ছিলাম। গত বছর, বাজার খালি করার উদ্যোগ শুরু হয়েছিল। এরপর, তারা কয়েকটি আবেদন করেছিল এবং আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, আমরা সমস্ত পদক্ষেপ বাতিল করে দিয়েছিলাম। সিদ্ধান্তের বিষয়ে আবেদনের পর, আমরা সময়ে সময়ে তাদের জানিয়েছিলাম, এটি খালি করা দরকার। আমরা গত ১০-১২ দিন ধরে ধারাবাহিকভাবে ঘোষণা করেছিলাম। তাই, তাদের যথাযথভাবে অবহিত করা হয়েছিল।"

You might also like!