দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তাঁদের বয়সে প্রায় ১৪ বছরের ব্যবধান থাকলেও, ভালোবাসায় একে অপরের প্রতি যেন অপার টান। প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস একে অপরকে চোখে হারান। মেট গালা অনুষ্ঠানের পর তাঁদের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছিল। কারণ, প্রিয়ঙ্কার বিশালাকৃতি টুপি নিককে বেশ অসুবিধায় ফেলেছিল—স্ত্রীর পাশে দাঁড়ানোই যেন দায়! নিকের মুখের অভিব্যক্তি দেখে অনেকে মনে করেছিলেন, তাঁদের সম্পর্কে হয়তো ফাটল ধরছে। সেই জল্পনায় ঘি ঢালে শাহরুখ খানের প্রথমবারের মতো মেট গালায় অংশগ্রহণ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলতে শুরু করেন—মেট গালার অভিশাপ কি তবে এবার জুটল প্রিয়ঙ্কা-নিকের ভাগ্যে?
কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি আছেন দম্পতি। এমনিতেই প্রিয়ঙ্কা নিজের ছবির প্রিমিয়ার থেকে বিশেষ কোনও অনুষ্ঠান, সর্বত্র স্বামীকে সঙ্গে নিয়ে যান। প্রিয়ঙ্কার প্রতি যে নিকের অপার শ্রদ্ধা সম্মান রয়েছে, সে কথা স্বীকার করেছেন তিনিও। এমনকি মেয়ে মালতিকেও শেখাচ্ছেন মাকে সম্মান করার কথা। শুধু তাই নয়, তার মা যে কোনও ভুল করেননি জীবনে, সেই শিক্ষাও দিচ্ছেন। এক কথায় প্রিয়ঙ্কাকে ঘিরেই নিকের জীবন আবর্তিত।
তাঁরা থাকেন লস এঞ্জেলস শহরে। সময় পেলেই বেরিয়ে পড়েন সমুদ্রপাড়ে, ছুটি কাটাতে। সমুদ্র যে তাঁদের দু’জনেরই বেশ পছন্দ তা তাঁদের সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। জুটি হিসেবে মাঝে মধ্যে ‘পিডিএ’ (পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন) অর্থাৎ প্রকাশ্যে ভালবাসার জহির করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি এমনই অবসর কাটাচ্ছেন তারকা দম্পতি। সামনে নীল জলরশি। সাদা বালিতে দাঁড়িয়ে নিক। প্রিয়ঙ্কা ও নিক দু’জনের পরনে স্নানপোশাক।
মোবাইল ক্যামেরা দাঁড় করিয়ে খানিক পিছিয়ে পোজ় দিতে যাচ্ছিলেন গায়ক। এমন সময় কোথা থেকে দৌড়ে এসে স্বামীর কোলে উঠে পড়লেন 'দেসি গার্ল'। আর তার পরই নিকের ঠোঁটে ঠোঁট গুঁজে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। স্ত্রীকে কোলে তুলে নিলেও, বেশি যেন ধরে রাখতে পারলেন না নিক। টাল সামলাতে না পেরে ফেলেই দিতে যাচ্ছিলেন, কিন্তু সামলেন নেন প্রিয়ঙ্কা নিজে। যদিও দম্পতি যে নিজেরা বেজায় আনন্দে দিন কাটাচ্ছেন এই ভিডিয়ো তাঁর প্রমাণ।