kolkata

3 hours ago

Abhishek Banerjee: এখনই বরখাস্ত করুন, জগন্নাথের মন্তব্য নিয়ে তোপ অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১ নভেম্বর : আগামী বছর ২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত-বাংলাদেশ এক হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জন্য জগন্নাথকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি লেখেন, ‘বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তা হলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুন।’
শনিবার সকালে এক্স মাধ্যমে অভিষেক লেখেন, "এটা জাতীয়তাবাদ নয় - এটা ছলনা। "এসআইআর"-এর নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেডমার্ক রাজনীতিতে পরিণত হয়েছে - ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক মিশ্রণ!"

You might also like!