Game

1 day ago

Football news 2025: মদ্রিচের আইকনিক জার্সি পরে খেলবেন এমবাপে

Mbappé wears Modrić jersey
Mbappé wears Modrić jersey

 

মাদ্রিদ, ২৪ জুলাই : রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মরসুমে আইকনিক দশ নম্বর জার্সি পরে খেলবেন কিলিয়ান এমবাপে। ক্লাবের কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ এসি মিলানে চলে যাওয়ায় পড়ে আছে তাঁর ১০ নম্বর জার্সি। সেটাই এবার পাচ্ছেন এমবাপে। নতুন জার্সিতে নতুন মরসুমে ব্যর্থতা ভুলে ক্লাবকে সাফল্য উপহার দিতে চান এমবাপে

রিয়াল মাদ্রিদে এমবাপের শুরুটা ভালো হয়নি। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অভিষেক মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপেসবশেষ লা লিগায় ৩১ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা এমবাপে ১০ নম্বর জার্সি পেয়ে খুব খুশি । এবার তিনি নতুন মরসুমে সব ব্যর্থতা ভুলে ক্লাবকে সাফল্য উপহার দিতে চান।

You might also like!