ওল্ড ট্র্যাফোর্ড, ২৫ জুলাই : শার্দুল ঠাকুরের বিদায়ের পর ব্যাট হাতে ওল্ড ট্র্যাফোর্ডে সিঁড়ি বেয়ে রিশাভ পন্থকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে দেখে স্টেডিয়ামের দর্শকরা অবাক হয়ে যান। গোটা স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানায় তাঁকে। ম্যাচের প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই কিপার-ব্যাটসম্যানকে। আর সেই ভাঙা পা নিয়েই ব্যাটিংয়ে নেমে এক যুগ আগে বীরেন্দ্র শেহবাগের পুরনো রেকর্ডে ভাগ বসালেন পন্থ। ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত সাদা পোশাকে ভারতের হয়ে ১৭৮ ইনিংসে ৯০ ছক্কা মারেন শেহবাগ। প্রাক্তন এই ওপেনারকে পন্থ ছুঁয়ে ফেললেন স্রেফ ৮২ ইনিংস খেলেই। ক্রিকেটের অভিজাত সংস্করণে শেহবাগের মোট ছক্কা যদিও ৯১টি। তিনি একটি ছক্কা মারেন ২০০৫ সালে সিডনিতে বিশ্ব একাদশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডটা এখন বেন স্টোকসের। ভারতের বিপক্ষে চলতি টেস্টের আগে পর্যন্ত ইংল্যান্ড অধিনায়কের ২০৫ ইনিংসে ছক্কা ১৩৩টি আছে। ছক্কার শতক আর আছে কেবল ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউ জিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১০৭টি) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (১০০টি)।