Country

1 day ago

OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য!

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের ওবিসি তালিকা সংক্রান্ত হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি বি আর গাভাই মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার বিষয়টির শুনানি হতে পারে বলে জানা গেছে। 

প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় আমাদের(রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। এটা সমস্ত রায়ের পরিপন্থী,” প্রধান বিচারপতি গাভাই বলেন, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।” সিব্বল শীর্ষ আদালতে আরও জানান, হাই কোর্টে (কলকাতা) একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে।” দেশের প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি তালিকাভুক্ত করা হোক।” সোমবার শুনানি হবে বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০২৪ সালে কলকাতা হাই কোর্ট ২০১০ সাল থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। একইসঙ্গে রাজ্য সরকারকে নতুন তালিকা তৈরির নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ মেনেই রাজ্য সরকার নতুন তালিকা তৈরি করে, যার ভিত্তিতে নতুন ওবিসি সার্টিফিকেট দেওয়া শুরু হয়। তবে এই নতুন তালিকা নিয়েও আপত্তি ওঠে। নিয়ম মেনে সমীক্ষা না করে তাড়াহুড়ো করে তালিকা প্রস্তুত করা হয়েছে— এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের নতুন তালিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

এবার এই রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। রাজ্য সরকারের ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের দাবি— সব ধরনের নিয়ম মেনেই সমীক্ষা চালিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে, এবং হাই কোর্টের স্থগিতাদেশ জনস্বার্থ ও প্রশাসনিক কার্যকারিতার পরিপন্থী। এখন নজর সোমবারের শুনানির দিকে। শীর্ষ আদালত এই বিষয়ে কী রায় দেয়, সেটাই আগামী দিনের ওবিসি সংরক্ষণ ও সার্টিফিকেট বিতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

You might also like!