নয়াদিল্লি, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, "এবছরের ১ এপ্রিল থেকে জাতীয় পুরস্কার পোর্টাল https://awards.gov.in -এ আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। সাহসিকতা, সমাজ সেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য শিশুদের এই পুরস্কার দেওয়া হয়। ৫ বছরের ঊর্ধে ১৮ বছরের নীচে (৩১ জুলাই, ২০২৫-এর হিসেবে) যে কোনো ভারতীয় নাগরিক এবং ভারতে বসবাসকারী শিশু এই পুরস্কারের জন্য যোগ্য। যে কোনো নাগরিকের কাছ থেকে আবেদন শুধুমাত্র https://awards.gov.in – জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে গ্রহণ করা হবে। পুরস্কারের জন্য স্ব-মনোনয়ন এবং সুপারিশ উভয়ই অনলাইনে করা যাবে।"