Country

9 hours ago

Delhi police incident:দিল্লিতে মহিলা সাব-ইন্সপেক্টরের অস্বাভাবিক মৃত্যু, ঘনাচ্ছে রহস্য

Delhi police incident
Delhi police incident

 

নয়াদিল্লি, ২৬ জুলাই : দিল্লির রোহিনী থেকে উদ্ধার হল এক মহিলা সাব-ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ। ২৯ বছর বয়সি ওই তরুণীর নাম সবিতা। তিনি আমান বিহার পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। শুক্রবার রোহিণীর সেক্টর-১১-এ, তাঁর বাড়ি থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। তদন্তে নেমেছে পুলিশ। বিষয়টি প্রকাশ্যে এসেছে শনিবার সকালে।

হরিয়ানার ঝাজ্জর জেলার ছারা গ্রামের বাসিন্দা সবিতা। ২০২১ সালের ব্যাচে বাহিনীতে যোগ দেন তিনি। আমান বিহার পুলিশ স্টেশনে পোস্টিংয়ের পর থেকেই থাকতেন রোহিণীর সেক্টর-১১-এ। স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছে থেকে পুলিশের কাছে ফোন আসে যে রোহিনীতে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করছেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ওই ঠিকানায় পৌঁছয় পুলিশ। সেখানে পৌঁছনোর পর জানা যায় যে, সবিতাকে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখতে পান তাঁর ভাই। জানলার তারের জালি খুলে তিনি ঘরে প্রবেশ করেন এবং তাঁকে বাঁচাতে নীচে নামান তিনি। কিন্তু চিকিৎসক পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like!