Country

11 hours ago

Kargil Vijay Diwas 2025:জয় হিন্দ, জয় ভারত! কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির

Kargil Vijay Diwas 2025,
Kargil Vijay Diwas 2025,

 

নয়াদিল্লি, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাতৃভূমির জন্য আত্মবলিদান দেওয়া শহীদদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু

শনিবার সকালে এক এক্স বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, "কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। এই দিনটি আমাদের জওয়ানদের অসাধারণ বীরত্ব, সাহস এবং দৃঢ় সংকল্পের প্রতীক। দেশের প্রতি তাঁদের নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগ চিরকাল নাগরিকদের অনুপ্রাণিত করবে। জয় হিন্দ! জয় ভারত!"

You might also like!